

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকরা রবিবার (১৬ নভেম্বর) দুপুরে নাচোল রেলস্টেশন সংলগ্ন বিএনপির একটি অফিস ভাঙচুর করেন।
এর আগে সকালে বিএনপির ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামকে পরিবর্তনের দাবিতে নাচোলে রেলপথ অবরোধ করেন তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা।
এসময় রেলস্টেশনে বিক্ষোভকারীরা রেললাইনে অবস্থান নিলে রাজশাহী থেকে আসা রহনপুরগামী লোকাল কমিউটার ট্রেন স্টেশনে পৌঁছায়। ট্রেনটি থামিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরে ট্রেনটি যথাসময়ে স্টেশন ছেড়ে যায়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানায় পুলিশ।
এরপর দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে পাল্টা আমিনুল ইসলামের সমর্থকরা প্রতিপক্ষ আবু তাহের খোকনের রেলস্টেশন সংলগ্ন একটি ব্যক্তিগত অফিস ভাঙচুর করেন।
অবরোধকারীরা অভিযোগ করেন, যোগ্য নেতাদের উপেক্ষা করে বিতর্কিত সাবেক এমপি আমিনুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে। ২০১৮ সালের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদে যোগ দেয়া এবং নেতা-কর্মীদের পাশে না থাকার অভিযোগও তোলেন তারা। দ্রুত মনোনয়ন পরিবর্তন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।
নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন জানান, সকালে শান্তিপূর্ণ রেল অবরোধ কর্মসূচি পালন শেষে নেতা-কর্মীরা চলে যায়। পরে দুপুরে আমিনুল ইসলামের লোকজন আমার রেলস্টেশন সংলগ্ন অফিসের চেয়ার টেবিল ছুঁড়ে ফেলে এবং ব্যানার ছিঁড়ে ফেলে।
নাচোল থানার ওসি শহিদুল ইসলাম জানান, বিক্ষোভ বা পরবর্তী ভাঙচুরের ঘটনায় বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, রেললাইনের এক পাশে বিক্ষোভ হওয়ায় ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন