

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (০৮ নভেম্বর) রাত আনুমানিক ১০টায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, চাঁনশিকারী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৬/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে চামুচা গ্রামের গড়ের মাঠ এলাকায় সন্দেহভাজনভাবে ফেলে রাখা মালামাল তল্লাশি করে।
এসময় মালিকবিহীন অবস্থায় বিভিন্ন মডেলের ব্যবহৃত ১২টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম।
তিনি বলেন, “সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় সক্রিয় রয়েছে। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”
মন্তব্য করুন