সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১২:০৯ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

নেত্রকোণার আটপাড়া উপজেলায় এক বাক ও শ্রবণপ্রতিবন্ধী কিশোরীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার শুনই ইউনিয়নের ইছাইল গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

অভিযুক্ত ধর্ষক বাবু মিয়া (২৪) ওই গ্রামের সাবেক ইউপি সদস্য নান্দু মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় কিশোরীর বাবা মসজিদে ছিলেন এবং মা নদীতে গোসল করতে গিয়েছিলেন। এই সুযোগে বাবু মিয়া প্রলোভন দেখিয়ে বাক ও শ্রবণপ্রতিবন্ধী মেয়েটিকে পাশের একটি নির্জন ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণ করে।

পরে কিশোরীটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে এবং কথা বলতে না পারায় হাতে লিখে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনার বর্ণনা দেয়। ঘটনাটি জানার পর পরিবার হতবিহ্বল হয়ে পড়ে এবং পরে থানায় অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করেছে।

অভিযুক্ত বাবু মিয়া ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। আশা করছি দ্রুতই আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন