

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আহুড়া গ্রামের বিএনপি নেতা মো. মতিউর রহমানসহ ২৮ জন বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে আহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে সহযোগী ফরম পূরণের মাধ্যমে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. আহসান হাবীব, নায়েবে আমীর আলহাজ্ব মনিরুল ইসলাম, সেক্রেটারি মো. মাহমুদুল হাসান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. শাকিল আহমেদসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
যোগদানকারীরা হলেন, মো. মতিউর রহমান, মো. হযরত আলী, আবু বক্কর, মো. জারজিস আলী, মো. আমিরুল, মো. মশিউর রহমান, মো. রবিউল, আলী হাসান, মো. আশরাফুল, আবুল সাত্তার, মো. লিটন, মো. কাজল আলী, মো. শামীম আলী, মো. মেহেদী হাসান, কামাল উদ্দিন, মো. মামুন, মো. মনিব, মো. বকুল, মোতাহার, মো. একরামুল, মো. মকুল, মো. জিল্লু চেনু, মো. ইউনুস ও মো. সেলিমসহ আরও অনেকে।
বিএনপি থেকে জামায়াতে যোগদান করা মতিউর রহমান বলেন, আমি আগে বিএনপি করতাম, তবে এখন জামায়াতে ইসলামীতে যোগদানের ইচ্ছে পোষণ করেছি। আমার আত্মীয়স্বজনদের বললে তারাও আমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
ইউনিয়ন আমীর আহসান হাবীব বলেন, আমাদের দাওয়াতী কার্যক্রমের অংশ হিসেবে আমরা তাদের আহ্বান জানাই, তারই প্রেক্ষিতে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন। আগামীতে তারা জামায়াতের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইরুল ইসলাম বলেন, আমি এখনো এ বিষয়ে কোনো তথ্য পাইনি। সে গতকালও আমার সঙ্গে মিটিংয়ে ছিলো। তার যাওয়ার কথা না,বিষয়টি আমি খতিয়ে দেখছি। জামায়াত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই যোগদানের মাধ্যমে স্থানীয় রাজনীতিতে নতুন গতির সঞ্চার হবে।
মন্তব্য করুন