বৃহস্পতিবার
১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পুকুর থেকে সাড়ে ৯ লাখ টাকার মাছ চুরি করলো দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম
চুরি করা মাছ
expand
চুরি করা মাছ

চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় রাতের অন্ধকারে একটি পুকুর থেকে মাছ চুরি করেছে দুর্বৃত্তরা। এতে ৫ জন মাছচাষীর প্রায় ০৯ লাখ ৬০ হাজার টাকার মাছ চুরি হয়েছে বলে জানান মৎস্যজীবীরা।

বুধবার (১০ ডিসেম্বর) সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা টংপাড়া এলাকায় দিবাগত রাতে এই মাছ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত মাছ চাষীরা।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, ক্ষতিগ্রস্ত মাছ চাষী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর ৬টার দিকে আব্দুল মালেক নামের এক কৃষক জমি দেখতে গিয়ে পুকুরের পাড়ে মাছ পড়ে থাকতে দেখেন। এসময় তিনি খবর দেন মাছচাষীদের। পরে স্থানীয় বাসিন্দা ও মাছ চাষীরা পুকুর পাড়ে গিয়ে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবন্ত মাছ উদ্বার করে। এমনকি পুকুরে মাছ মারা ও পরিবহন করে বাজারজাত করার আলামত দেখতে পান।

জানা যায়, গত কয়েক বছর ধরে স্থানীয় ৫ মৎস্যজীবী প্রায় ১৮ বিঘা আয়তনের পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। পুকুরে মাছ চাষ করতে গিয়ে প্রায় ৫০ লাখ টাকা বিনিয়োগ করেছিলন তারা। মাছ চুরির জন্য পুকুর পাড়ে থাকা ১০-১২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারকে দায়ী করছেন মাছ চাষীরা। ঘটনার পর ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্তরা। মাছ চাষী আব্দুল খালেক, মো. সোহেল ও মাসুম আলী বলেন, সকালে হঠাৎ করেই স্থানীয় এক কৃষকের ফোনকলে জানতে পেরে পুকুর পাড়ে আসি। এসে দেখি পুকুরের বিভিন্ন অংশের পাড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়প আছে মাছ। তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালেও অভিযোগ না পেলে ঘটনাস্থলে আসবে না বলে জানায় আমনুরা তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তারা। এমন অবস্থায় আমরা অসহায় হয়ে পড়েছি, ধারদেনা ও ঋণ করে মাছ চাষ করছিলাম। এখন ৫ মাছ চাষী পথে বসার উপক্রম হয়েছি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, মাছ চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X