

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার পর মঙ্গলবার ভোরে নিহতদের মরদেহ নাটোরের বড়গাছায় পৌঁছালে এলাকায় নেমে আসে গভীর শোক।
আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা শেষবারের মতো তাদের দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে স্থানীয় কবরস্থানে লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজকে দাফন করা হয়।
স্বজনরা দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।
এর আগের দিন সোমবার দুপুরে মোহাম্মদপুরের বাসা থেকে লায়লা আফরোজ এবং নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্কুলশিক্ষক আজিজুল ইসলাম বাসায় ফিরে প্রথমে মেয়ের এবং পরে রান্নাঘরে স্ত্রীর মরদেহ দেখতে পান।
মোহাম্মদপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
স্বজন ও এলাকাবাসী বলেন, এভাবে ঘরে ঢুকে দুজনকে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তার করা হোক এবং আদালতের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।
মন্তব্য করুন
