মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলা ও গুলিবর্ষণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাদল নামের এক ব্যবসায়ীর ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ বাদল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার মীর গদাই ঈদগাহ মাঠ এলাকায়।

গুলিবিদ্ধ বাদল মুরাপাড়া ইউনিয়নের মীর গদাই এলাকার নুরু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী বাদলের কাছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী টেডা ইকবাল, কালাই সবুজ, রনি, রানা, মোমেনসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

সোমবার সন্ধ্যায় টেডা ইকবাল তার দলবল নিয়ে বাদলের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে নির্ধারিত চাঁদার টাকা চান।

বাদল অপারগতা প্রকাশ করলে টেডা ইকবাল তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে বাদল মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত সরে পড়ে।

স্থানীয়রা আহত বাদলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেদুল বলেন, “ঘটনাটি সম্পর্কিত একটি অভিযোগ পেয়েছি।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। বিষয়টি নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X