বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাগাতিপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম
নিহত শিশু তাসনিম আভা
expand
নিহত শিশু তাসনিম আভা

নাটোরের বাগাতিপাড়ায় পুকুরে ডুবে তাসনিম আভা নামের দুই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার ছোট চিথলিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত তাসনিম ওই গ্রামের মো. তামিল আহমেদ ও মনোয়ারা খাতুন দম্পতির একমাত্র সন্তান।

পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির আঙিনায় খেলছিল তাসনিম। হঠাৎ তাকে না দেখতে পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। কোনো খোঁজ না পেয়ে মসজিদের মাইকে নিখোঁজ সংবাদের ঘোষণা দেওয়া হয়। পরে দুপুরে বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করেন।

দ্রুত তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাসনিমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি পুকুরে পড়ে ডুবে মারা গেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন