বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে তাঁত কারখানা থেকে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম
এলাকায় শোক
expand
এলাকায় শোক

নরসিংদীর পলাশ উপজেলায় একটি তাঁত কারখানার শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (সকাল) উপজেলার ডাঙ্গার কেন্দুয়াবো গ্রামে কারখানাটির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম এমরান মিয়া। তিনি কেন্দুয়াবো গ্রামের আমির ইসলামের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, এমরান মিয়া বাড়ির পাশেই মোস্তফা নামের এক ব্যক্তির মালিকানাধীন একটি তাঁত কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। গতকাল রাতে তিনি কারখানায় নাইট ডিউটিতে ছিলেন। ডিউটির একপর্যায়ে হঠাৎ কারখানা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

পরবর্তীতে বৃহস্পতিবার ভোরে কারখানার অপর এক শ্রমিক রাস্তার পাশে এমরান মিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X