বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীর প্রখ্যাত আলেম আল্লামা মাহমুদুল হাসান আল মাদানীর ইন্তেকাল

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১২:৫১ পিএম
আল্লামা মাহমুদুল হাসান আল মাদানী
expand
আল্লামা মাহমুদুল হাসান আল মাদানী

নরসিংদী সদরের বনবিভাগ এলাকায় বিয়ের অনুষ্ঠানের আতশবাজির প্রচণ্ড শব্দে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রখ্যাত আলেম, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল আল্লামা মাহমুদুল হাসান আল মাদানী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।

বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্র জানায়, রাতেও তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। রাতের খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পর পাশের একটি বিয়ের অনুষ্ঠানে আতশবাজি ফোটানো হলে আকস্মিক প্রচণ্ড শব্দে তিনি হার্ট অ্যাটাক করেন। পরে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হুজুরের মৃত্যুতে পরিবার, সহকর্মী আলেম সমাজ, ছাত্র-শুভাকাঙ্ক্ষীসহ সর্বমহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা জানিয়েছেন—এর আগেও নরসিংদীতে গভীর রাতে আতশবাজির শব্দে বয়স্ক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা অবিলম্বে মধ্যরাতে আতশবাজি ফোটানো নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

আল্লামা মাহমুদুল হাসান আল মাদানী দীর্ঘদিন ধরে জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নরম স্বভাব, সত্যনিষ্ঠা, নিষ্ঠা ও অমায়িক ব্যক্তিত্বের জন্য তিনি সর্বমহলে অত্যন্ত সম্মানিত ছিলেন। তিনি একজন প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্বও ছিলেন এবং সৌদি আরবের মন্ত্রণালয়ে দায়ী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে নরসিংদীজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন