সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম
সিদ্ধিরগঞ্জ থানা
expand
সিদ্ধিরগঞ্জ থানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় রাস্তায় মাইক্রোবাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- শফিক (২৪), সাইদুল (৫৯), নাজমুল (২১), শামসু (২৮), ফয়সাল (২৪), রাশেদ (২২)।

ভুক্তভোগী ওই তরুণী ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত আসামিরা ভুক্তভোগীর মায়ের নিকট চারলক্ষ টাকা পাওনা ছিল। এই সংক্রান্তে ডকুমেন্টস হিসেবে আসামি সাইদুল এর নিকট তরুণীর মা জান্নাতুন নাহার কর্তৃক স্বাক্ষরিত একটি স্টাম্প ছিল। অভিযুক্তদের পাওনা টাকা পরিশোধ করার পর ভুক্তভোগীর মায়ের স্বাক্ষরিত স্ট্যাম্পটি ফেরত চাইলে আসামিরা ওই তরুণীকে সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি দশপাইপ এলাকায় জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, ধর্ষণের অভিযোগে রাতেই মামলা রেকর্ড করা হয়েছে। ডাক্তারি পরীক্ষা করার জন্য ওই তরুণীকে হাসপাতালে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন