

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জে শীত নিবারণে সহযোগিতা করতে ৩০০ জন গরীব নারী ও পুরুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেছে বিজিবি’র নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন।
শনিবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের পাশে বিজিবি ক্যাম্পের প্রশিক্ষণ মাঠে এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, উপ-অধিনায়ক মেজর মো. ফারজিন ফাহিম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
ব্যাটালিয়ন প্রধান লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত সাংবাদিকদের বলেন, সীমান্তে সুরক্ষার পাশাপাশি চোরা-চালান প্রতিরোধ, নারী, শিশু এবং মাদক পাচার রোধে নিরবিচ্ছিন্ন দায়িত্ব পালন করছে বিজিবি। বর্তমান প্রেক্ষাপটে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ আর্ত মানবতার সেবায় বিজিবি বিশেষ ভূমিকা রাখছে।
গরীব-দুঃখী-অসহায় মানুষেরা শীতে মানবেতর জীবনযাপন করছে। অন্য বছরের মতো এবারও শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মানুষজন আমাদের এই ক্ষুদ্র সহযোগিতায় উপকৃত হবেন বলে মনে করি।
কম্বল পাওয়া পূর্ব দেলপাড়ার বাসিন্দা ষাটোর্ধ্ব আবু সাঈদ বলেন, “গতমাসে আরেকখানতোন একটা কম্বল পাইছিলাম। কিন্তু শীত তো বেজায় পড়ছে। ওইটাতে মানতেছিল না। এইটা (কম্বল) পাইয়া মনে হইছে, লাখ টাকার উপকার হইলো।
মন্তব্য করুন
