সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ পিএম আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পিএম
নারায়ণগঞ্জ-৪ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন খেলাফত মজলিসের দুই প্রার্থী
expand
নারায়ণগঞ্জ-৪ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন খেলাফত মজলিসের দুই প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) ও নারায়ণগঞ্জ-৪ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন খেলাফত মজলিসের দুই প্রার্থী।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা এগারোটায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন।

নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য এমি এম সিরাজুল মামুন মনোনয়ন পত্র জমা দেন।

প্রার্থীর সংঙ্গে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হফেজ কবির আহমেদ, মোহাম্মাদ শাহ আলম, বনদর থানার সভাপতি আবুল কাসেম, সহ সাধারণ সম্পাদক হানিফ কবির বাবুল।

অন্যদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের জন্য মনোনয়ন পত্র জমা দেন ইলিয়াস আহমাদ।

প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন, জেলার সভাপতি হাফেজ আহমাদ আলী, সদর থানার সভাপতি আব্দুল কাইয়ুম, মহানগরের সহ সভাপতি শামীম ভূইয়া, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল।

এসময় জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসাইন ও উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X