

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসনে জোট প্রার্থী হিসেবে মুফতি মনির হোসেন কাসেমীর নাম ঘোষণার পর নেতাকর্মীদের নিয়ে মোটরবাইক শোডাউন করেছেন তিনি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে মোটরবাইক শোডাউন শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে ঢাকা সংযোগ সড়ক প্রদক্ষিণ করে। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
শোডাউনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুফতি মনির হোসেন কাসেমী বলেন, নারায়ণগঞ্জ-৪ আসন নিয়ে সব ধরনের জল্পনা-কল্পনার অবসান হয়েছে। আমরা প্রত্যাশা করি ধানের শীষ ও খেজুর গাছের বিজয় আসবে। এটি হবে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের বিজয়। এই আসনে বিভক্তির কোনো প্রশ্ন নেই। বিএনপির সব স্থানীয় নেতৃবৃন্দের দোয়া ও সমর্থন নিয়ে আমরা মাঠে নামবো এবং ভোটারদের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ।
কোনো প্রার্থীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চ্যালেঞ্জের কোনো প্রশ্নই আসে না। যত বড় প্রার্থীই হোক না কেন, বিএনপির ধানের শীষ ও জমিয়তের খেজুর গাছের সামনে কাউকেই প্রতিদ্বন্দ্বিতার উপযুক্ত মনে করি না।
দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে দল ব্যবস্থা নেবে কি না, এমন প্রশ্নে কাসেমী বলেন, গণতান্ত্রিক দেশে যেকোনো নাগরিক স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারেন। সেই অধিকারকে সম্মান করা হয়। তবে দলের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সিদ্ধান্ত দল নেবে। এ সময় জমিয়তে উলামায়ে ইসলামের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা শোডাউনে অংশ নেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারায়ণগঞ্জ-৪ আসনের জোট প্রার্থী হিসেবে মুফতি মনির হোসেন কাসেমীর নাম ঘোষণা করেন।
২০১৮ সালে নারায়ণগঞ্জ-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়নে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী ছিলেন মনির হোসেন কাসেমী। সে নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। এবং সেই নির্বাচনে শামীম ওসমানের কাছে পরাজিত হন।
তবে ২০১৮ সালে জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করলেও এবার নির্বাচন কমিশনের সংশোধীত নিয়ম অনুযায়ী সে সুযোগ থাকছে না। নতুন নিয়ম অনুযায়ী তার দলের নিজস্ব প্রতীক খেজুর গাছ প্রতীকে লড়বেন তিনি।
এদিকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মনোনয়ন না পেলেও এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ আলম এবং নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি'র সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
মন্তব্য করুন
