

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা বর্জন করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁ উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আটজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে ঢাকা বিভাগীয় উপপরিচালকের কাছে লিখিত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) এ চিঠি দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে সাতজন কর্মস্থলে উপস্থিত থেকেও পরীক্ষা বর্জন করেছেন, আর একজন অনুপস্থিত ছিলেন। এদিকে টানা কর্মসূচি ও আন্দোলনের মধ্যেও নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার ৫৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নিয়মিত চলছে।
ফেরদৌসী বেগম বলেন, “এই আটজন শিক্ষক কর্মবিরতিতে রয়েছেন, তবে পরীক্ষায় কোনো সমস্যা হয়নি। সব স্কুলে পরীক্ষা চলছে। যারা পরীক্ষা বর্জন করেছেন, তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। এবং পরবর্তী নির্দেশনা তারা দেবেন।”
সদর উপজেলার ৭৭ নম্বর রামারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান বলেন, “আমরা দেশব্যাপী আন্দোলনের সঙ্গে সংহতি রাখি, কিন্তু শিশুদের ভবিষ্যতের কথা ভেবেই দায়িত্ব পালন করছি। পরীক্ষায় আমরা অংশ নিচ্ছি, তবে সরকারের উচিত আমাদের ন্যায্য দাবির প্রতি ন্যূনতম সম্মান দেখানো।”
উল্লেখ, ১ ডিসেম্বর বন্দর, সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলায় পরীক্ষা শুরু হয়। সদর ও আড়াইহাজার উপজেলায় পরীক্ষা শুরু হয় পরের দিন।
মন্তব্য করুন
