বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কমিশনার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার
expand
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, “আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেবে না নির্বাচন কমিশন। এক্ষেত্রে আমরা কোনো শোকজ করবো না; যে কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে। যেখানে জরিমানা ও জেল দেওয়ার প্রয়োজন হবে সেখানে ম্যাজিস্ট্রেটরা তৎপর থাকবে।”

সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ বন্দরের সায়রা গার্ডেনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছি—নির্বাচনের ঘোষণার সময়সূচি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যেন আচরণবিধি পরিপন্থী যেসব কাজ এখনও করছেন, যেমন ব্যানার বা পোস্টার দিয়ে প্রচার—সেগুলো বন্ধ করেন। আচরণবিধির বাইরে যে যাই করুক, তাকে ছাড় দেওয়া হবে না।”

তিনি বলেন, “সর্বোচ্চ প্রশাসন নজর রাখছে যেন আচরণবিধি পরিপন্থী কোনো কাজ না হয়। এবং প্রার্থীদের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে যা যা প্রয়োজন তা নিশ্চিত করা হবে।”

নির্বাচন কেন্দ্রে আইনশৃঙ্খলা বিষয়ে তিনি বলেন, “কমিশনের একটি মনিটরিং সেল থাকবে, যা আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সমন্বয়ে যেকোনো মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। আমরা আশা করি এবারের নির্বাচন সর্বোত্তম নির্বাচন হিসেবে উপহার দিতে পারব।”

এ সময় আরও উপস্থিত ছিলেন—নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, উপসচিব মো. মোস্তফা হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X