মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম
ছবি: প্রতীকী
expand
ছবি: প্রতীকী

ফতুল্লার কাশীপুর এলাকা থেকে সুমন খলিফা (৩৫) নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মধ্য নরসিংপুর এলাকা থেকে মরদেহ উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

নিহত সুমন খলিফা বরিশাল জেলার আগৈলঝড়া থানার আন্দার মানিক গ্রামের মন্টু খলিফার ছেলে। তিনি তার দ্বিতীয় স্ত্রী সোনিয়াকে নিয়ে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ভাড়ায় বসবাস করতেন।

নিহতের স্ত্রী সোনিয়ার বরাতে পুলিশ জানায়, সোনিয়া বিভিন্ন গানের ক্লাবে গান করেন। রোববার রাত ১০টার দিকে সুমন খলিফা তার স্ত্রীকে নিয়ে পঞ্চবটির মেথরখোলায় অবস্থিত সোহেল সরকারের গানের ক্লাবে আসেন। সেখানে সোনিয়াসহ অন্যান্য শিল্পীরা রাতভর গান করেন। সকালে বাসায় ফেরার প্রস্তুতি নিলে সোনিয়া স্বামীকে খুঁজে না পেয়ে সহযোগীদের নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। অটো অফিস মোড়ে পৌঁছালে তারা ছিনতাইকারীদের কবলে পড়েন এবং এ বিষয়ে থানায় আসেন। একই সময় জরুরি সেবা ৯৯৯–এ ফোন আসে যে মধ্য নরসিংপুরে একটি রক্তাক্ত লাশ পাওয়া গেছে। পরে মরদেহের ছবি দেখে সোনিয়া শনাক্ত করেন যে নিহত ব্যক্তি তার স্বামী সুমন খলিফা।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “নিহতের মাথার পেছনে, পিঠে ও কোমরের ওপর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X