

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. তাকবির (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে নাসিক ৪ নং ওয়ার্ডের ওয়াপদা কলোনির বউবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
নিহত তাকবির ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে। নিহতের পরিবারের দাবি—একটি অপহরণকারী চক্র তাদের কাছে মুক্তিপণ দাবি করেছিল।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বউবাজার এলাকার একটি চারতলা পরিত্যক্ত ভবনের নিচতলায় স্থানীয়রা যুবকের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের বাবা নূর মোহাম্মদ বলেন, “গতকাল রাতে আমার ছেলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। রাতভর তার ফোন চালু থাকলেও বারবার কল করেও তাকে পাওয়া যায়নি। আজ জানতে পারি আমার ছেলের লাশ এখানে পড়ে আছে।”
নিহতের বড় ভাই হৃদয় বলেন, “একটি ফোন নম্বর থেকে জানানো হয়েছিল যে আমার ভাইকে আটকে রাখা হয়েছে এবং ৪০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানাই। এরপর আজ দুপুরে খবর পাই আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে।”
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “ধারণা করা হচ্ছে, যুবককে গতকাল রাতের যেকোনো সময় হত্যা করা হয়েছে। পরিবারের দাবি—তাদের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়েছিল। আমরা ওই ফোন নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।”
মন্তব্য করুন