বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দিনে দুপুরে ডাকাতি, শিক্ষার্থীকে জিম্মি করে ১০ লাখ টাকা-স্বর্ণলুট

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম
ডাকাতি - গ্রাফিক্স সংগৃহীত
expand
ডাকাতি - গ্রাফিক্স সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিনে দুপুরে স্কুল শিক্ষার্থীকে জিম্মি করে ঘরে প্রবেশ করে ১০ ভরি স্বর্ণ ও ১০ লাখ নগদ টাকা লুটে নিয়েছে ডাকাতদল। ২৪ নভেম্বর সোমবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভা কার্যালয়ের পাশে এমন ঘটনা ঘটে।

এই ঘটনায় মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে আব্দুর রশিদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একট অভিযোগ দায়ের করেন।

কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ তমো জানান, তার পিতা আব্দুর রশিদ ভোলাবো ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ওমেদার। তার নানা বাড়ির ওয়ারিশ সূত্রে পাওয়া জমি বিক্রির ১০ লাখ টাকা ও তার মায়ের ব্যবহৃত ১০ ভরি স্বর্ণ বাসায় ছিলো। গত ২৪ নভেম্বর সোমবার তার মা ও বোন হাসপাতালে থাকাকালীন বাড়িতে তমো একা থাকায় অজ্ঞাত ডাকাত দল পরিকল্পিতভাবে ৩ তলায় প্রবেশ করে। সেখানে কৌশলে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে মুখোশ পড়া ৫ থেকে ৭ জন ডাকাত। তারা তমোকে একা পেয়ে হাত পা মুখ বেঁধে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে চলে যায়।

এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা পুলিশের ভোলাব তদন্ত কেন্দ্রের দায়িত্বরত এসআই ফরহাদ হোসেন মুঠোফোনে বলেন, গতকাল খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। অভিযোগ না পেয়ে কিছু করা যায়নি। আজ অভিযোগ পেয়েছি তদন্ত চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন