শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চান শিক্ষক, স্ক্রিনশট ঝুলছে কলেজ গেটে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশটে
expand
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশটে

নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর বার্তা পাঠানো ও অবৈধ সম্পর্কে জড়াতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক স্ক্রিনশটে দেখা যায়, তিনি বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের কুরুচিপূর্ণ প্রস্তাব দিয়েছেন। এসব স্ক্রিনশট কলেজের মূল ফটকেও ব্যানারে ঝুলিয়ে রাখা হয়েছে।

নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের বিরুদ্ধে এমন অভিযোগ। সম্প্রতি এ সংক্রান্ত বিভিন্ন স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব স্ক্রিনশটে ছাত্রীদের ওড়না ছাড়াসহ বিভিন্ন সাজে দেখার আবদার করতে দেখা গেছে অধ্যক্ষ সামসুল হককে।

ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলো যাচাই সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

স্ক্রিনশটগুলোতে দেখা যায়, ওই শিক্ষার্থীর সৌন্দর্যের প্রশংসা করেন শিক্ষক সামসুল। এর পর তার কাছে ছবি চান। এক পর্যায়ে ওড়না ছাড়া ছবি চাইতে দেখা যায় তাকে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, মেসেঞ্জারের এই কথোপকথন দুই বছর আগের। ওই সময়ে বিএমসি মহিলা কলেজে অধ্যক্ষের দায়িত্বে ছিলেন সামসুল হক স্যার। সেখানে একাদশ শ্রেণিতে পড়া অবস্থায় কলেজে যাতায়াতের সময় প্রায়ই উনি (অধ্যক্ষ) আমার সঙ্গে কথা বলতেন। এভাবে একদিন আমার সঙ্গে ফেসবুকের বন্ধু তালিকায় যুক্ত হন। এরপর ফেসবুকে কোনো ছবি স্টোরি দিলে অশ্লীল মন্তব্য করতেন।

একপর্যায়ে উনি আমার কাছে থেকে ওড়না ছাড়া ছবি চান। ওই মুহূর্তে তাকে ব্লক করে স্ক্রিনশট রেখে দিই।

এ ছাড়া আরও কয়েকজন শিক্ষার্থীকে কুরুচি ও ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এক স্ক্রিনশটে দেখা যায়, এক শিক্ষার্থীকে সামসুল হক লিখেছেন, “নতুন বউ সাজে দেখা করলে না?” উত্তরে ছাত্রী বলেন, “স্যার, ভীষণ ব্যস্ত ছিলাম। আজকে আমাদের স্টলে সবচাইতে বেশি সেল হইছে।” এরপর তিনি লেখেন, “আমি তোমার বিউটি থেকে বঞ্চিত হলাম।”

অভিযোগের বিষয়ে জানতে নওগাঁ সরকারি কলেজ অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন