বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়িয়ায় বাসে অগ্নিসংযোগে নিহত চালকের বোনের মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০১:২৪ পিএম
ফুলবাড়িয়া থানা
expand
ফুলবাড়িয়া থানা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যান চালক জুলহাস (৩৫)।

তাঁর মৃত্যুর ঘটনায় ছোট বোন ময়না বেগম অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ফুলবাড়িয়া থানায় মামলা করেছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে থানায় মামলাটি দায়ের করা হয় বলে জানান ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান।

ওসি বলেন, ‘নিহত জুলহাসের বোন ময়না বেগম বাদী হয়ে তিন থেকে চারজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা করেছেন। তবে মামলায় কোনো নির্দিষ্ট নাম উল্লেখ করা হয়নি।’

ঘটনাটি ঘটে সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে। ফুলবাড়িয়ার ভালুকজান এলাকার সাইফুল ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে পার্ক করে রাখা ছিল আলম এশিয়া পরিবহনের বাসটি। এ সময় এক মুখোশধারীসহ তিনজন যুবক এসে পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন চালক জুলহাস। আগুন ছড়িয়ে পড়লে তিনি বের হতে না পেরে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় আরও দুজন শারমিন সুলতানা ও শাহিদুল ইসলাম দগ্ধ হন। তাঁদের মধ্যে শারমিন সুলতানাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি রোকনুজ্জামান বলেন, ‘ঘটনাটি নাশকতা বলেই মনে হচ্ছে। আমরা তদন্ত শুরু করেছি, জড়িতদের শনাক্তে অভিযান চলছে। পুড়ে যাওয়া বাসটি আলামত হিসেবে থানায় আনা হয়েছে।’

তিনি আরও জানান, সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে ফুলবাড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে কিছু অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন