সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রাজপথে প্রাথমিক শিক্ষকরা 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৯:২১ পিএম
শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রাজপথে প্রাথমিক শিক্ষকরা 
expand
শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রাজপথে প্রাথমিক শিক্ষকরা 

দশম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়ন পরিষদ-এর ব্যানারে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগ চত্বরে অবস্থানরত শিক্ষকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

রোববার (৯ নভেম্বর) বিকালে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের সামনে ভালুকা টু গফরগাঁও সড়কে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শনিবার শাহবাগে অনুষ্ঠিত কলম সমর্পণ কর্মসূচির সময় পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে বহু শিক্ষক আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা।

প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলিমুর রাজীবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজ, গোলাম মোস্তফা রুবেল ও হাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দসহ আরও অনেকেই।

মানববন্ধনে শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষকদের ওপর পুলিশি হামলার বিচার করতে হবে এবং তাদের প্রধান দাবি হিসেবে তারা ১৩তম গ্রেড থেকে বেতন স্কেল উন্নীত করে ১০ম গ্রেডে উন্নয়নের দাবি পুনর্ব্যক্ত করেন। দাবি মানা না হলে তাদের আন্দোলন চলবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন