

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হুমায়ুন কবির (২১) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সহনাটি ইউনিয়নের সোনাকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সোনাকান্দী গ্রামের দুই যুবক—বাদল ও রাশেদ—পাশের বাজারের একটি চায়ের দোকানে দীর্ঘদিন ধরে বাকিতে চা খেতেন, কিন্তু টাকা পরিশোধ করছিলেন না। দোকানির অভিযোগে হুমায়ুন কবির তাদের বকেয়া মেটানোর জন্য চাপ দেন। এই বিষয়কে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় সোনাকান্দী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাদল ও রাশেদ হুমায়ুনের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত হুমায়ুনকে স্থানীয়রা গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যার খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজিত গ্রামবাসী সোনাকান্দী গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে কয়েকটি ঘর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল আলম জানান, ঘটনাটির তদন্ত চলছে, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    