

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় এক প্রবীণ ভ্যানচালক রাস্তায় কুড়িয়ে পাওয়া বিপুল অঙ্কের টাকা মালিকের সন্ধান করে ফিরিয়ে দিয়েছেন।
জানা গেছে, রাঙামাটিয়া ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল ইসলাম পার্শ্ববর্তী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার আড়ৎ থেকে ডিম বিক্রি করে ফেরার পথে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা হারিয়ে ফেলেন। ঘটনাটি ঘটে গত ৭ আগস্ট গারোবাজার-ফুলবাড়িয়া সড়কে।
টাকা হারানোর পর সিরাজুল ইসলাম বহু খোঁজাখুঁজি করেও কোনো তথ্য পাননি। মন ভেঙে বাড়ি ফিরতে হয় তাকে।
অন্যদিকে, একই দিন ওই সড়ক থেকে টাকা ভর্তি বান্ডেল কুড়িয়ে পান স্থানীয় ভ্যানচালক আব্দুল খালেক। মালিকের খোঁজ না পেয়ে তিনি টাকাগুলো নিজের কাছেই রেখে দেন, কিন্তু ফেরত দেওয়ার উপায় খুঁজতে থাকেন। পরবর্তীতে লোকমুখে মালিকের পরিচয় পেয়ে ১২ কিলোমিটার পথ অতিক্রম করে সিরাজুল ইসলামের বাড়িতে গিয়ে টাকা হস্তান্তর করেন তিনি।
১৭ দিন পর রোববার রাতে টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ইউপি সদস্য সিরাজুল ইসলাম। কৃতজ্ঞতা স্বরূপ তিনি আব্দুল খালেককে ৩০ হাজার টাকা পুরস্কার দেন।
আব্দুল খালেক বলেন, “টাকার আসল মালিকের হাতে টাকা ফিরিয়ে দিতে পেরে আমার অনেক ভালো লাগছে, যা ভাষায় বোঝানো যাবে না।”
সিরাজুল ইসলাম জানান, “আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আব্দুল খালেক আমাকে খুঁজে বের করে টাকা ফিরিয়ে দিয়েছেন, এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ।”
রাঙামাটিয়া গ্রামের বাসিন্দা আক্কাস আলী বলেন, “এখনো সৎ মানুষের অভাব হয়নি। খালেকের কাজটা প্রমাণ করে, মানবতা এখনো বেঁচে আছে।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    