শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় বাস উল্টে হেলপারসহ প্রাণ গেল দুইজনের, আহত ১০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১১:১৯ পিএম
ভরাডোবা হাইওয়ে থানা
expand
ভরাডোবা হাইওয়ে থানা

ময়মনসিংহের ভালুকায় একটি মিনি বাস উল্টে বাস হেলপারসহ দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে ভালুকা উপজেলার মেহরাবাড়ি এলাকায় সুলতানা সুয়েটার্স লিমিটেড কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের বিরুনিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে শাহজান সিরাজী (৪০) ও মানিকগঞ্জের ঘিওর উপজেলার জগন্নাথদিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে বাস হেলপার অনিক মিয়া (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী একটি হাইওয়ে মিনি বাস ঘটনাস্থলে পৌঁছলে হঠাৎ চালক ব্রেক চাপলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে বাসের হেলপারসহ অন্তত ১২ জন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অনিক মিয়া ও শাহজান সিরাজীকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক এবিএম মেহেদী মাসুদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত মিনি বাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওই পরিদর্শক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X