

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন মোতাহার হোসেন তালুকদার।
বুধবার (২১ জানুয়ারি) দলীয় মনোনয়ন ও প্রতীক পাওয়ার পর নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে প্রচারণায় নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
ময়মনসিংহ-২ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এবারের নির্বাচনে এখানে ভোটের লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের ধানের শীষের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। তার সঙ্গে এ আসনে ১০ দলীয় জোট থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ হুমাইদী। এছাড়াও আসনটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কারাগারে বন্দি থেকে স্বতন্ত্র প্রার্থীতা করছেন বিএনপি থেকে বহিস্কৃত সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার
এবারের নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭৬ হাজার ১৬৭টি। এর মধ্যে ফুলপুর উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৯৮ হাজার ৫৯০টি এবং তারাকান্দা উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৫৭৭ টি।
মন্তব্য করুন

