বৃহস্পতিবার
০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়নপত্র বাতিল হওয়ায় ফেসবুকে যা লিখলেন মোর্শেদ আলম 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম
স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম
expand
স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম লিখেছেন, নির্বাচনী মাঠে মিথ্যা অজুহাতে আমার মনোনয়নপত্র বাতিল, এটি কেবল একজন প্রার্থীর নয়, বরং ভালুকাবাসীর মত প্রকাশের অধিকারকে রুদ্ধ করার একটি অপচেষ্টা।

রোববার (৪ জানুয়ারি) রাতে তার নিজের ভেরিফাই ফেসবুক আইডিতে এসব কথা লিখেছেন তিনি।

মোর্শেদ আলম লিখেছেন, যেখানে মানুষের ভালোবাসা ও সমর্থনই প্রকৃত শক্তি, সেখানে কাগজে হিসাব দেখিয়ে সত্যকে চাপা দেওয়া গণতন্ত্রের সাথে উপহাস ছাড়া কিছু নয়। প্রিয় ভালুকাবাসী আপনাদের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন প্রত্যক্ষ করেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ করেছিলাম।

সেই মুহূর্ত থেকে আজ পর্যন্ত আপনাদের যে ভালোবাসা আমি অনুভব করছি, তা আমাকে দিন দিন ভালুকাবাসীর প্রতি আরও বেশি ঋণী করে তুলছে। কিন্তু আপনারা জানেন, একটি কুচক্রী মহল ও প্রশাসনের সহযোগিতায় আজ আমার প্রাথমিক মনোনয়ন বাতিল করা হয়েছে।

তিনি আরও লিখেছেন, তবুও আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের যে ভালোবাসা ও সমর্থন আমি পাচ্ছি, ইনশাআল্লাহ কোনো শক্তিই আমাদের পরাজিত করতে পারবে না।

যারা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং আপনাদের ভোটের ওপর আস্থা রাখতে পারে না, তাদের দ্বারা এই সমাজের কখনোই প্রকৃত উন্নয়ন সম্ভব নয়, তারা কখনোই মানুষের কল্যাণ কামনা করতে পারে না। সবাইকে ধৈর্য ধারণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X