মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নেতাকর্মীদেরকে ভয়-ভীতি দেখিয়ে মাঠে টিকে থাকবে এটা হবে না: ফজলু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আমির ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু
expand
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আমির ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আমির ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু বলেছেন, ভালুকায় অনেক জায়গায় অনেকই বলছেন যে হুমকি ধামকি। আমাদের জামায়াতের নেতা-কর্মীদেরকে ভয়-ভীতি দেখিয়ে ভালুকার মাঠে টিকে থাকবে, এটা হবে না। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে।

সোমবার (৮ ডিসেম্বর) ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে এসব কথা বলে তিনি।

তিনি আরও বলেন, আমরা উড়ে আসিনি, আমার জন্ম এখানেই, আমার বাড়ি রাজৈ না, উথুরা না, ডাকাতিয়াও না, আমরা ভালুকা থেকেই বড় হয়েছি। সুতরাং ফু মেরে স্টপ করে দেবে এটা হবে না। কোন ভয় পাবেন না, আমরা আল্লাহকে ভয় করি, কোন মানুষকে ভয় করি না। আমরা মাঠে টিকে থাকবো, রাব্বুল আলামিন অনেকদিন পরে আমাদেরকে সুযোগ দিয়েছে। সেই সুযোগকেই লাগাবোই, বিজয়ের মালা ছিনিয়েই এই ভালুকায় ইসলামীক আন্দোলনের ঘাঁটি হিসাবে প্রমাণ করবো ইনশাআল্লাহ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলার আমির মুহতারাম আব্দুল করিম, ভালুকা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শহিদুর রহমান শাহীন, উলামা বিভাগের সভাপতি ড: হাফেজ মাওলানা আবুল কাশেম, শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক তৈয়ব হোসাইন ও প্রত্যেক ইউনিয়নের জামায়াতের সভাপতি ও সেক্রেটারিসহ নেতৃবৃন্দ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X