শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নান্দাইলে বার্ষিক পরীক্ষা বিপর্যয়: পরীক্ষা হয়নি ১০৩টি স্কুলে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম
নান্দাইলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা বিপর্যয়
expand
নান্দাইলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা বিপর্যয়

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষার আয়োজনে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

জানা গেছে, উপজেলায় মোট ১৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ৭৫টি স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আর ১০৩টি বিদ্যালয়ে কোনো পরীক্ষা হয়নি। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের নির্দেশনা অনুযায়ী বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও অধিকাংশ বিদ্যালয়ে সময়মতো প্রশ্নপত্র সরবরাহ না হওয়া, শিক্ষক সংকট এবং চলমান শিক্ষক কর্মবিরতির কারণে পরীক্ষার কার্যক্রম ব্যাহত হয়। কয়েকটি বিদ্যালয়ে দেখা গেছে—শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও প্রশ্নপত্র বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক না থাকায় পরীক্ষা নিতে পারেনি কর্তৃপক্ষ। স্বেচ্ছাসেবীদের সহায়তায় কিছু বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হলেও বাকি অধিকাংশ স্কুলে পরীক্ষা স্থগিত থাকে।

অভিভাবকরা বলেন, শিক্ষা অফিসের অব্যবস্থাপনা ও শিক্ষক সংকটের কারণে সন্তানদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বার্ষিক পরীক্ষা না হলে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়া এবং শিক্ষার্থীদের মূল্যায়ন কীভাবে হবে—সেটি নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন।

স্থানীয় কয়েকজন শিক্ষক জানান, দীর্ঘদিন ধরে নানান দাবি-দাওয়া পূরণ না হওয়ায় শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। এ কারণে পরীক্ষার দায়িত্ব পালন করা সম্ভব হয়নি। তবে শিক্ষা প্রশাসন বলছে, যেসব বিদ্যালয়ে পরীক্ষা হয়নি, সেগুলোর জন্য শিগগিরই পুনরায় পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন—শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এমন অব্যবস্থাপনা অগ্রহণযোগ্য। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে সব বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X