মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

১৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা স্থগিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম
প্রাথমিক বিদ্যালয়
expand
প্রাথমিক বিদ্যালয়

ময়মনসিংহের ভালুকায় ১৬৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ধাপের বার্ষিক পরীক্ষা হলেও দ্বিতীয় ধাপের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান।

প্রাথমিক শিক্ষা কার্যালয়ে সূত্রে জানা যায়, ভালুকা উপজেলায় ১৬৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুষ্ঠুভাবে প্রথম ধাপের বার্ষিক পরীক্ষা হয়েছে। তবে দ্বিতীয় ধাপের পরীক্ষার স্থগিত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

এ বিষয়ে জানতে চাইলে ভালুকা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান মুঠোফোনে এনপিবি নিউজকে জানান, সকালে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম ধাপের বার্ষিক পরিক্ষা হয়েছে। তবে দ্বিতীয় ধাপের বিকালে পরীক্ষা স্থগিত করা হয়েছে জেলার সিদ্ধান্তে। আগামীকাল থেকে যথাযথভাবে পরীক্ষা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X