শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নান্দাইলে ১৭৮টি সরকারি বিদ্যালয়ের মধ্যে ৭০টিতে চলছে পরীক্ষা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা
expand
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা আয়োজন নিয়ে জোর আলোচনা চলছে। উপজেলায় মোট ১৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও এবার মাত্র ৭০টি বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। বাকি বিদ্যালয়গুলোতে পরীক্ষা কেন হয়নি এ বিষয়ে উপজেলা শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি, যা স্থানীয়দের মাঝে প্রশ্নের জন্ম দিয়েছে।

জানা যায়, নান্দাইলের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের তত্ত্বাবধানে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও প্রশ্নপত্র বিতরণে বিশৃঙ্খলা, কোথাও শিক্ষক স্বল্পতা সব মিলিয়ে পরীক্ষা আয়োজন ব্যাহত হয়। বিশেষভাবে কিছু বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরীক্ষার সময় উপস্থিত না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এতে পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে অভিভাবকদের অনেকেই চলমান পরিস্থিতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, বছরের শেষ ভাগে এসে হঠাৎ পরীক্ষা বাতিল বা স্থগিত হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় বড় ধরনের প্রভাব পড়বে। অনিয়মিত ক্লাস এবং শিক্ষক অনুপস্থিতির অভিযোগ আগেও উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও তারা অভিযোগ করেন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মোবাইল ফোনের বারবার ফোন করেও পাওয়া যায় নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X