

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জ বিশেষ অভিযানে টংঙ্গীবাড়ি উপজেলার উওর বেতকা এলাকা হতে শামীম শিকদার (৩৯) নামে এক মাদককারবারিকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম উত্তর বেতকা এলাকায় বেতকা বাজার আড়ৎ পট্টি সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে উত্তর বেতকা এলাকার শামীম শিকদার কে আটক করে তল্লাশি চালানো হয়। এসময় তার কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা (বাজার মূল্য প্রায় ১০ হাজার টাকা) এবং একটি সাদা জিপারে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ।
এ বিষয়ে ডিবি পুলিশ জানায়, গ্রেফতার শামীম শিকদারের বিরুদ্ধে টংঙ্গীবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন