

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নারীদের উদ্যোগে শহরের কেন্দ্রীয় সড়কে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিভিন্ন গ্রাম ও মহল্লা থেকে শতাধিক নারী ব্যানার–ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। পরে তারা কেন্দ্রীয় সড়ক প্রদক্ষিণ করে দলীয় সিদ্ধান্তের প্রতি আপত্তি জানিয়ে নিজেদের দাবি তুলে ধরেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঘোষিত প্রার্থী স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নন এবং মনোনয়নপ্রক্রিয়ায় তৃণমূলের মতামত উপেক্ষিত হয়েছে। তাঁদের দাবি, সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকে কাজ করা নেতা–কর্মীদের মূল্যায়ন না হলে দলীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আসন্ন নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এক অংশগ্রহণকারী নারী বলেন, “আমরা মাঠে যে নেতার সঙ্গে কাজ করি, জনগণও তাকেই চেনে। তাঁর পরিবর্তে বাইরের কাউকে মনোনয়ন দিলে নেতৃত্বে অস্থিরতা তৈরি হবে। দলকে শক্তিশালী রাখতে সঠিক সিদ্ধান্ত প্রয়োজন।”
বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ রাখা সবচেয়ে জরুরি। তাই মনোনয়ন চূড়ান্ত করার ক্ষেত্রে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়ার দাবি জানান তারা।
প্রায় এক ঘণ্টা চলা কর্মসূচি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। আয়োজকদের বক্তব্য, তৃণমূলের মতামতের প্রতিফলন না ঘটলে তারা ভবিষ্যতে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবেন।
মন্তব্য করুন
