

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জুলাই শহীদ পরিবারের দুই সদস্য।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন শহীদ সাইদুল ইসলাম শোভনের পিতা মোহাম্মদ নজরুল ইসলাম এবং শহীদ আল-আমীন খলিফার পিতা আইয়ুব খলিফা। এ নিয়ে এলাকায় নতুন করে রাজনৈতিক আলোচনার সৃষ্টি হয়েছে।
মনোনয়ন সংগ্রহ শেষে মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে, তিনি আওয়ামী লীগ পরিবারের সদস্য। তিনি এমপি হলে জুলাইয়ের শহীদ পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। জনগণের ভালোবাসা ও আল্লাহর রহমতে যদি আমি মনোনয়ন পাই, তবে শহীদ পরিবারের ন্যায্য অধিকার ও এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই।
অন্যদিকে মনোনয়নপ্রত্যাশী আইয়ুব খলিফা বলেন, আমাদের সন্তানের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু আজও সেই দেশ ফ্যাসিবাদের ছায়ায় পড়তে বসেছে। যদি আবারও স্বৈরাচারী শক্তির প্রতিনিধিরা এমপি হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে শহীদ পরিবারগুলোর। তাই জনগণের আস্থা নিয়ে নির্বাচনে দাঁড়াতে চাই। এনসিপির দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনে এ আসনে দলটি প্রার্থী চূড়ান্ত করার আগে স্থানীয় জনমত, রাজনৈতিক বাস্তবতা এবং শহীদ পরিবারের দাবিগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনায় নেবে।
মন্তব্য করুন
