বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৭:০১ পিএম
মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান
expand
মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে (২৬ নভেম্বর) টঙ্গিবাড়ী বাজারে সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সুব্রত মেডিসিন সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ করতে দেখা যায়। এ অপরাধে ফার্মেসিটির মালিক রামপ্রসাদ দাসকে ৩,০০০ (তিন হাজার) টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া গোপাল স্টোরে পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করা সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় দোকানটির মালিক গোবিন্দ দাসকে ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন টঙ্গিবাড়ী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টঙ্গিবাড়ী থানা পুলিশের একটি টিম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন