

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেহেরপুরের গাংনী হাড়াভাঙ্গা এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষক রাজু আহমেদের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করেছে শিক্ষকের কাছে চুমা চেয়ে ভাইরাল হওয়া দশম শ্রেনীর শিক্ষার্থী স্বপ্না খাতুন।
আজ সোমবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্ষাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি এফআইআর হিসেবে গাংনী থানা কে নতিভুক্ত করতে নির্দেশ দিয়েছেন।
মামলার আইনজীবি শাহরিয়ার মাহমুদ শাওন জানান, মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ মামলাটি এফআইআর (নথিভুক্ত করতে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল বলেন, আদালতের নির্দেশার কাগজপত্র এখনও থানায় আসেনি। আসলে মামলা রেকর্ড করে তদন্ত কার্যক্রমের পাশাপাশি আসামী গ্রেফতারে অভিযান চলানো হবে।
মামলার এজাহারে বলা হয়, হাড়াভাঙ্গা এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ কাজিপুর গ্রামের মৃত আফাজুদ্দিনের ছেলে ২০২২ সালের ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের দিন তার অফিসে একা ডেকে নিয়ে নানা রকম প্রলোভনে শরীরের বিভিন্ন অঙ্গে হাত দেয়। বাধা দিতে গেলে মুখ চেপে ধরে খুন করে ফেলার হুমকি দিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এভাবে ১০/১১/২০২৫ সাল পর্যন্ত দিনের পর দিন আমাকে স্কুলের অফিস রুম সহ বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষন করতে থাকে।
এছাড়া রাজু মাষ্টার তার মোবাইল ফোন থেকে তাকে ফোন করেন এবং যৌনাঙ্গ প্রদর্শন সহ বিভিন্ন অঙ্গভঙ্গি করে যৌন হয়রানী করতো। আসামী আমাকে কুষ্টিয়াতে বিয়ের প্রলোভন দিয়ে শহরে তার এক আত্মীয়ের বাড়ীতে নিয়ে স্ত্রীর পরিচয় দিয়ে দিনের পর দিন ধর্ষন করেছে। শেষ ঘটনার দিন তার অফিসে স্কুল ছুটির পরে ডেকে নিয়ে দরজা জানালা বন্ধ করে দিয়ে একাধিক বার জোর পূর্বক ধর্ষন করে। ভুক্তভোগী ছাত্রী স্বপ্ন আরো উল্লেখ করেন এখন বিয়ে করতে অস্বীকৃতি জানালে শিক্ষক ।
রাজু বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করেছি। এর আগে চলতি মাসে এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রাজু ও ছাত্রী স্বপ্নার অশ্লীল ভিডিও ভাইরাল হওয়া রাজু মাষ্টারের বিরুদ্ধে নানা আলোচনা সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। এদিকে অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সে পলাতক রয়েছে। ঘটনায় পর বিদ্যালয় পরিচালনা কমিটি প্রধান শিক্ষক রাজু আহমেদ কে সাময়িক বরখাস্ত করে।
মন্তব্য করুন