শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১০:০২ এএম
যুবলীগ নেতা আরিফুল হক মিঠু
expand
যুবলীগ নেতা আরিফুল হক মিঠু

মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশী পিস্তল সহ ইউনিয়ন যুবলীগের নেতা আরিফুল হক মিঠু আটক। এসময় মিঠুর কাছ থেকে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। আরিফুল হক মিঠু মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের বাজারপাড়ার রেজাউল হকের ছেলে।

গাংনী র‍্যাব ক্যাম্প আজ শনিবার সকাল ৮ টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি দেয়। র‍্যাব জানায়, শুক্রবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর আর্মি ক্যাম্প ও গাংনী র‍্যাবের তিন ঘন্টার যৌথ অভিযানে তাকে মহাজনপুর বাজার পাড়ার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটকের পর মিঠুর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১×৭.৬৫ মিমি বিদেশী পিস্তল (মেড ইন ইউএসএ) ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

সিপিসি-৩ র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, মিঠু জেলার শীর্ষ তালিকা ভুক্ত, দুর্ধর্ষ ও কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজি, ধর্ষণ, বিস্ফোরক সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার এসব কর্মকাণ্ডের প্রতিবাদে স্থানীয় জনগণ ইতোপূর্বে ২০২৩ সালে তাকে আটকের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল।

মিঠুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

যুবলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানান। তিনি নিজেকে মহাজনপুর ইউনিয়ন যুবলীগের নেতা বা প্রভাবশালী কর্মী হিসেবে পরিচয় দিতেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X