বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণসমাবেশ ও দোয়া

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণসমাবেশ ও দোয়া
expand
খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণসমাবেশ ও দোয়া

মেহেরপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণসমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) বিকেল চারটায় ড. শহীদ সামসুজ্জোহা পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষের মনোনীত প্রার্থী, সাবেক এমপি মাসুদ অরুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি এ. এম. খাইরুল বাশার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, মেহেরপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা এবং ছাত্রদলের সভাপতি সেনজির আহমেদ।

দোয়া ও সমাবেশে মেহেরপুর–১ (সদর ও মুজিবনগর) আসনের বিভিন্ন গ্রামের দলীয় নেতা–কর্মীসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মেহেরপুর জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন