বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় বন্ধ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম
ঘন কুয়াশা থাকায় বন্ধ পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট
expand
ঘন কুয়াশা থাকায় বন্ধ পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় মাঝ নদীতে দুটি ফেরি আটকা পড়ে আছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, পদ্মা নদী এলাকায় হঠাৎ ঘন কুয়াশা নেমে আসায় নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সম্ভাব্য নৌ দুর্ঘটনা এড়াতে এবং যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ শতাধিক যানবাহন আটকা পড়েছে। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা তীব্র শীত ও কুয়াশার মধ্যে ফেরি পারাপারের অপেক্ষায় দীর্ঘ সময় ধরে অবস্থান করছেন, যা তাদের জন্য কষ্টকর হয়ে উঠেছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X