

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহাদাৎ হোসেনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি নিয়ে পৌর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ছবিগুলোতে তাকে একটি রেস্টুরেন্টে বসে হাতে টাকা গুনতে দেখা গেছে বলে দাবি করছেন নেটিজেনরা। এ ঘটনায় পৌরসভার জনমহলে নানা গুঞ্জনও ছড়িয়ে পড়েছে।
এদিকে পৌরসভার একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগকারীরা দাবি করেন, নির্বাহী প্রকৌশলী শাহাদাৎ হোসেন ঘুষ ছাড়া কোনো ফাইল নড়াচড়া করেন না। তারা বলেন, এগুলো ঘুষের টাকা।
এমনকি কাজ সঠিকভাবে সম্পন্ন হলেও নানা অজুহাতে ঠিকাদারদের হয়রানির শিকার হতে হয়- এমন অভিযোগও তারা করেছেন। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন নির্বাহী প্রকৌশলী শাহাদাৎ হোসেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ছবিগুলো মিথ্যা, বিভ্রান্তিকর এবং সম্ভবত এআই জেনারেটেড।
এগুলো পারিবারিক কোনো লেনদেনের ছবিও হতে পারে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।
মানিকগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে।
বিষয়টি যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
