

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালাকে অবমাননার দায়ে গ্রেফতার হওয়া বিতর্কিত বাউলশিল্পী আবুল সরকারের জামিন আবেদন নামঞ্জুর করে দিয়েছেন মানিকগঞ্জের আদালত।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এ সময় অর্ধশতাধিক আইনজীবী আদালতে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি চেয়ে মিছিল করেন। আইনজীবীরা আদালত চত্বরে "ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, আবুল সরকারের ফাঁসি চাই" আবুল সরকারের গালে গালে, জুতা মারো তালে তালে" বাউলের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও" বলে স্লোগান তোলেন।
ধর্ম অবমাননার প্রতিবাদে আইনজীবীদের এমন সরাসরি অবস্থান নজিরবিহীন। এসময় উত্তপ্ত জনতাকেও আদালতের বাইরে অবস্থান করতে দেখা গেছে।
একাধিক আইনজীবী বলেন, আবুল সরকারের মন্তব্য দেশের কোটি কোটি মুসলিমের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত হেনেছে। আমাদের এই পবিত্র ভূমিতে সৃষ্টিকর্তা বা রাসূলকে নিয়ে কটূক্তি করার কোনো অবকাশ নেই। আমরা আইনের লোক হলেও, আমাদের ধর্মীয় অনুভূতি আগে। আমরা চাই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক। যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।
জানা যায়, কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাউল গায়ক আবুল সরকারের মহান আল্লাহ, ফেরেশতাসহ নানা ধর্মীর বিষয় নিয়ে কটূক্তিমূলক ভিডিও ছড়িয়ে পড়ায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়। গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে বাউল আবুল সরকারকে মহান আল্লাহ ও ফেরেশতাসহ নানা ধর্মীর বিষয় নিয়ে কটূক্তিমূলক কথা বলতে দেখা যায়।
আবুল সরকারের এ ঘটনায় দেশব্যাপী বিক্ষোভে ফেটে পড়েন আপামর সাধারণ জনতা। তারা বলেন, আবুল সরকারের এই বক্তব্য সরাসরি কোরআনের মর্মার্থ বিকৃত করে এবং আল্লাহর পবিত্র সত্তাকে বিতর্কিত করার অপচেষ্টা করে।
এই ধরনের বক্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণেই তাঁর বিরুদ্ধে মামলা হয় এবং তিনি গ্রেফতার হন। আল্লাহকে নিয়ে এই অবমাননায় আবুল সরকারকে জামিন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তৌহিদী জনতা ও সকল ধর্মপ্রাণ ও প্রতিবাদী মহল আদালতকে ধন্যবাদ জানিয়ে অতিদ্রুত আবুল সরকারের ফাঁসি কার্যকরের দাবি করে।
মন্তব্য করুন
