শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মোবাইল কেড়ে নিলো সোহানের জীবন

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম
নিহত ইজিবাইক চালক সোহান
expand
নিহত ইজিবাইক চালক সোহান

মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রামে বন্ধক রাখা একটি মোবাইল ফোন ছাড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে ছুরিকাঘাতে আহত ইজিবাইক চালক সোহান (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত সোহান রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৪ নভেম্বর সন্ধ্যার দিকে সোহান ও তার সহযোগী আলিমের সঙ্গে স্থানীয় কয়েকজনের মধ্যে বন্ধক রাখা মোবাইল ফোন সংক্রান্ত বিরোধের সৃষ্টি হয়। বিরোধের একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সোহান ও আলিম গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রাজৈরের একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোহানের মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ঘটনায় রাজৈর থানা পুলিশ অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় বাসিন্দারা এলাকায় এ ধরনের সহিংসতা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিনুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে বাকি জড়িতদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X