

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শুক্রবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম এ ঘোষণা দেন।
তিনি জানান, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ ও মো. রেয়াজুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এদিকে যাচাই-বাছাই শেষে মাদারীপুর-২ আসনে মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলনের আলী আহমেদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সোবাহান, জাতীয় পার্টির মো. মহিদুল ইসলাম, কল্যাণ পার্টির সুবল চন্দ্র মজুমদার, জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মোহাম্মদ দিদার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিল্টন বৈদ্য ও শহিদুল ইসলাম খান।
মন্তব্য করুন
