মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মহান বিজয় দিবস উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে এক দিন আমদানি-রপ্তানি বন্ধ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম
বুড়িমারী স্থলবন্দর
expand
বুড়িমারী স্থলবন্দর

মহান বিজয় দিবস উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে এক দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে ভারতীয় চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্তের চিঠি পাওয়া গেছে। সেই অনুযায়ী বাংলাদেশ পক্ষ থেকেও চিঠি ইস্যু করে ব্যবসায়ীদের বিষয়টি জানানো হয়েছে।

স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১৬ ডিসেম্বর এক দিন বুড়িমারী স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সাইফুর রহমান জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

এদিকে বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, ভারতীয় চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন চিঠির মাধ্যমে মহান বিজয় দিবস উপলক্ষে এক দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন বলেন, ভারতীয় চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা ১৬ ডিসেম্বর উপলক্ষে এক দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X