

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও লক্ষ্মীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, “বিপ্লব ও সংহতি দিবস হলো গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার নবায়নের দিন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে ভূমিকা রেখেছেন, তা চিরস্মরণীয় উল্লেখ করে তিনি বলেন, আজ তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের সবাইকে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরো বলেন দেশে পরিবর্তনের সময় এসেছে। রায়পুরের মানুষ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়াবে— ইনশাআল্লাহ।
রোববার (৯ নভেম্বর) বিকেলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিকেলে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপির হাজারো নেতা-কর্মী ও সমর্থক ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে অংশ নেন। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পৌর শহর।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, নিউ মার্কেট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিপুসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন