

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরে ফাতেমা বিক্স নামে একটি অবৈধ ইটভাটা অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ওই ভাটার মালিক রাজু পাটওয়ারীকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
রোববার (৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার জকসিন বাজার সংলগ্ন পূর্ব আটিয়াতলী গ্রামে ফসলি মাঠে থাকা ওই ইটভাটায় অভিযান চালানো হয়।
এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ, উপজেলা প্রশাসন, র্যাব, পুলিশ ও ফায়ারসার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে অভিযানে ভেক্যু মেশিন দিয়ে ভাটার কিছু অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। কাঁচা ইট ভেঙে দেওয়া হয়। তবে চিমটি বিনষ্ট করা হয়নি। পুরোপুরি অভিযান শেষ না করেই সমাপ্ত করা হয়।
অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে গেল সপ্তাহে রামগতি উপজেলায় ছয়টি ইটভাটা পুরোপুরি ধ্বংশ করা হলেও লক্ষ্মীপুরের ফাতেমা বিক্স'এ অভিযান চালানো হয় আংশিক।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ বলেন, ফাতেমা বিক্স এর পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরআগেও গেল মাসে একই ইটভাটায় অবৈধ ইটভাটা পরিচালনা আইনে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অফিস থেকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন