মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১১:৫৪ পিএম
সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া
expand
সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও তিনবারের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।

আবুল খায়ের ভূঁইয়া দীর্ঘদিন ধরে এ আসনে বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তিনি দলীয় দায়িত্বের পাশাপাশি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও জনসংযোগে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

মনোনয়ন ঘোষণার পরপরই রায়পুর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সমর্থকরা আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও শোভাযাত্রার মাধ্যমে খায়ের ভূঁইয়াকে শুভেচ্ছা জানান।

স্থানীয় নেতাকর্মীরা জানান, অভিজ্ঞ ও জনপ্রিয় এই নেতা মনোনয়ন পাওয়ায় দলের মাঠপর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন