

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন ২০০৮ সালের মতো নয়; বরং ১৯৯১ সালের নির্বাচনের মতো হবে।
তিনি বলেন, ২০০৮ সালে একটি দল নিজেদের ক্ষমতায় যাওয়া নিশ্চিত ভেবে আগেভাগেই মন্ত্রিসভা পর্যন্ত ঠিক করে ফেলেছিল। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়-১৯৯০ সালের স্বৈরাচার পতনের পর জনগণ গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির হাতেই রাষ্ট্রক্ষমতা তুলে দিয়েছিল। এবারও ইনশাআল্লাহ তেমনটাই হবে।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপির প্রতি ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর আমরা যখন একটি জাতীয় সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলাম, তখন একটি বড় দল তার বিরোধিতা করেছে। আমরা যখন সংস্কারের দাবি জানিয়েছি, জুলাইয়ের ঘোষণা পত্র ও তার স্বীকৃতি চেয়েছি, এমনকি বিচারের দাবিও তুলেছি—প্রতিটি ক্ষেত্রেই বাধার মুখে পড়েছি।
তারা পুরোনো বন্দোবস্তের মধ্য দিয়ে আরেকটি ‘হাসিনা’ আবিষ্কার করতে চায়।”
১১ দলীয় জোটকে বাংলাদেশপন্থী ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, “আমরা সরকার গঠনের লক্ষ্যেই এই জোট করেছি। ইনশাআল্লাহ, আগামী দিনে ১১ দলীয় জোটই সরকার গঠন করবে।”
তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি হবে দুর্নীতিবাজ ফ্যাসিবাদ ও মাফিয়া তন্ত্রের পরাজয়ের দিন। ওই দিনই হবে বাংলাদেশপন্থী ইনসাফ ও সার্বভৌমত্বের বিজয়ের দিন।” এ সময় তিনি রামগঞ্জসহ সারাদেশের জনগণকে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
পথসভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, “আমরা দেখতে পাচ্ছি প্রশাসন ও গণমাধ্যম আবারও একপেশে হয়ে পড়ছে এবং একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকছে। আমরা স্মরণ করিয়ে দিতে চাই-২০২৪ সালের ৫ আগস্টের আগে দেশের গণমাধ্যম ও সরকারি প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনার দালালি করেও তাকে রক্ষা করতে পারেনি। আগামী ১২ ফেব্রুয়ারি চাঁদাবাজি, ফ্যাসিবাদ ও স্বৈরাচারী কাঠামোর বিরুদ্ধে ভোট বিপ্লব অনুষ্ঠিত হবে। এই দিনই হবে ফ্যাসিবাদের শেষ দিন।”
পথসভায় আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারী, সেক্রেটারি ইমরান হোসাইন, পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না, এনসিপির কেন্দ্রীয় নেতা তরিকুল ইসলাম, উপজেলা আহ্বায়ক মাসুম বিল্লাহ, সদস্য সচিব মাইন উদ্দিন, মাহমুদুন নবী টিটু এবং বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন
