সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের তিন দিন পর জামায়াত কর্মীর লাশ উদ্ধার

কমলনগর–রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম
নিহত নুর আলম
expand
নিহত নুর আলম

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় নিখোঁজের তিন দিন পর নুর আলম (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার মাতাব্বর হাট এলাকায় মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের ব্লকের ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা বাঁধের ব্লকের ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে কমলনগর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্লক সরিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নুর আলম কমলনগর উপজেলার সাহেবের হাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বশির আহমেদের ছেলে। তিনি দুই সন্তানের জনক। জীবিকার তাগিদে তিনি নদী বাঁধ প্রকল্পে বালু ভরাটের কাজ করতেন।

পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে নুর আলম মাতাব্বর হাট বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। আত্মীয়স্বজন ও সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে পরদিন শনিবার কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, “নিখোঁজের তিন দিন পর স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।"

জানা গেছে, নুর আলম জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড সভাপতি ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X