সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধভাবে মাটি কাটায় যুবককে ৬ মাসের কারাদণ্ড

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম
অবৈধভাবে মাটি কাটা হচ্ছে
expand
অবৈধভাবে মাটি কাটা হচ্ছে

রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি ও নদীর চর কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) রাত ২টা ১০ মিনিটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

অভিযান চলাকালে মাটি কাটার উদ্দেশ্যে আনা একটি বাল্কহেড, একটি বেকু মেশিন ও ১১টি ট্রাক্টর জব্দ করা হয়। এসব যানবাহন নিজ জিম্মায় রাখার অভিযোগে অভিযুক্ত মহসিন বকাউল (২৫)-কে ভ্রাম্যমাণ আদালত ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মোবাইল কোর্ট পরিচালনার সময় রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ও তাঁর সঙ্গীয় ফোর্স সার্বিক সহযোগিতা করেন।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, রায়পুরে অবৈধ মাটি উত্তোলন বন্ধে আমরা কঠোর অবস্থানে আছি। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান আরও বাড়ানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X